দূরে চলে গেছি অনেক
নীড় থেকে আজ
ক্লান্ত, অবসন্ন, বিহবল
আমার মন আজ।
অচেনা পথে, অচেনা দেশে
ভবঘুরে হয়ে
আমি যেন হারিয়ে গেছি
নিজের নীড়ে।
কতদিন পার হয়ে গেছে
আমি নীড়ে যাইনি
কতদিন পার হয়ে গেছে
আমি নীড়ের কান্না শুনিনি।
আমার নীড়ে ফিরতে ইচ্ছে করে
আমার নীড়ের মায়ের কাছে
আমার নীড়ের বাবার কাছে
আমার নীড়ের ভাইবোনের কাছে।
আমি আমার নীড়ে ফিরতে চাই
আমার নীড়ের শান্তিতে
আমার নীড়ের ভালোবাসায়
আমার নীড়ের আনন্দে।
নীড়ে ফেরার আকুতি - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য