মউত তো আনন্দময়,
যন্ত্রণা থেকে মুক্তির স্রোত,
জীবনের ক্লান্তি শেষে
শান্তির এক শীতল হাতছানি।

কতদিন বয়ে বেড়াই
দুঃখের বোঝা, বেদনার ভার,
মউত এসে বলে যেন,
“এসো, বিশ্রাম নাও এবার।”

বেঁচে থাকা মানেই শুধু
অশান্তির আগুনের জ্বালায়,
মউত যেন এক শিশির ফোঁটা
নিভিয়ে দেয় সব তাপতর্পণে।

দুঃখের এ অসীম সাগরে
মউত এক শান্তির তীর,
জীবনের শেষ অধ্যায়ে
মেলো সেই প্রশান্তির দান।

মউত তো আনন্দময়,
যন্ত্রণার মুক্তির মহাসংগীত,
শূন্যতা নয়, নয় ভয়,
মউত যেন এক শান্তির নিকেতন।

মুক্তির নিকেতন - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য