কিছু সময় না হয়, নিজের মতো করে কাটুক,
চিন্তা নেই, কাজ নেই, কোনো টানাপোড়েন নেই।
শুধু বসে থাকি, ভাবতে থাকি,
আমার মনের ভাবগুলোকে-
বাইরে বের করে আনতে থাকি।
কখনো হয়তো গান গাইতে থাকি,
কখনো হয়তো কবিতা লিখতে থাকি।
কখনো হয়তো ছবি আঁকতে থাকি,
কখনো হয়তো বই পড়তে থাকি।
আমার মন যা চায়, তাই করি।
আমার মনের কোনো বাধা নেই,
কোনো ভয় নেই।
সম্পূর্ণ স্বাধীন আমি,
আমার মতো করে জীবন ছিনিমিনি করি।
নিজের মতো করে - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য