যদি আরেকটু বসতে পারতাম
তোমার জীবনের পাশে পিঁড়ি পেতে,
হয়তো শুনতে পারতাম হৃদয়ের লুকানো কথাগুলো।
তোমার চোখের তারায় জমে থাকা অশ্রুর ব্যথা,
অথবা হাসির আড়ালে লুকানো বেদনাগুলো।
যদি একটু সময় পেতাম
তোমার নিঃশ্বাসের ছন্দ শুনতে,
জানতে পারতাম কতখানি গভীরতায়
তুমি আঁকড়ে আছো জীবনের মোড়।
হয়তো হাতটা বাড়িয়ে ধরে
বলার সাহস করতাম— “তোমার পাশে আছি।”
জীবনের প্রতিটি ক্ষত,
যা সময়ের সুঁইয়ে সেলাই হয়নি এখনো,
তাতে হয়তো ছোঁয়া দিতে পারতাম
সান্ত্বনার নরম তুলোর মতো।
যদি আরেকটু বসতে পারতাম
তোমার জীবনের পাশে পিঁড়ি পেতে,
তবে হয়তো আমিও হয়ে উঠতাম
তোমার গল্পের এক অন্তহীন পৃষ্ঠা।
তোমার জীবনের পাশে - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য