মানুষের হৃদয়ের আশপাশে
শুধু কবর আর খবর,
জীবনের মোহে ভরা রঙিন সব স্বপ্ন,
তোমার আমার ভুলে যাওয়া কথা,
হারানো হাসি, না বলা ব্যথা।
আশপাশে শুধুই স্তব্ধতা আর শূন্যতা,
গভীর রাতের তীব্র নীরবতায়
ঝরে পড়ে অশ্রু ধারা,
মনে হয়, জীবন শুধু অপেক্ষা।
খবরের শিরোনামে উঠে আসে মৃত্যু,
জীবন খুঁজে ফিরে ক্ষণিকের হাসি,
কোথাও না কোথাও স্বপ্ন মরে যায়,
তবুও মানুষ চায় বাঁচতে বেদনায়।
হৃদয়ের আশপাশে জমা হয় ছায়া,
কবরের মতো গভীর এক ব্যথা,
আমরা হারাই, আবারও পাই,
জীবন এভাবেই বয়ে চলে যায়।
উৎসর্গ - প্রাণ সখা উজ্জ্বল মাহমুদ। যার দুইটা লাইন আমাকে লিখতে শিখিয়েছে এই কবিতা খানি তার তরে ক্ষুদ্র নিবেদন।
জীবনের খবর কবরের পাশে - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য