রেডিওর মতো ফোন নিয়ে বসে আছি,
না আছে ঘুম, না শান্তি।
এ যেন এক নয়া ৭১,
আমার ভাইয়েরা স্বৈরাচার পতনের যুদ্ধে।
রাষ্ট্র আর রাষ্ট্রযন্ত্র হতে ছুড়ে আসে,
বুলেট, বিস্ফোরক, আর ভয়।
তবুও থামে না আমাদের সংগ্রাম,
অন্যায়ের বিরুদ্ধে, সত্যের জয়।
শহীদদের রক্তে রাঙা পথ,
দুঃস্বপ্নের রাত, তবুও জাগ্রত চেতনা।
আমরা লড়াই করব, একসঙ্গে,
নতুন ভোরের প্রতিশ্রুতি বুকে।
নয়া ৭১-এর সংগ্রাম - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য