গ্রহে নারীর সমান এতোটা সৌন্দর্যের অপচয় আর কেউ করেনি,
প্রান্তরে প্রান্তরে ছড়িয়েছে তারই হাসি, অথচ—
চোখের কোনে জমেছে লবণজল।

পৃথিবী সেজেছে তারই সাজে,
আলোয় ভেসেছে তারই শিরায়,
তবু প্রত্যাশা— আরও একটু কোমল হোক নারী!
কেন চায় আরও?
যেখানে কোমলতার সীমা ছুঁয়ে গেছে তার অস্তিত্ব।

নারী, তুমি কীভাবে এতটা দুঃখ নিয়ে
এতোটা আলো ছড়াতে পারো?
যে বুকে ভাঙনের গল্প,
সেই বুকেই জন্ম দেয় বসন্ত।

তোমাকে দেখেই তো গ্রহের প্রতিটি প্রাণ
জেনেছে কীভাবে বাঁচতে হয়।
তবু, তোমার কণ্ঠে শোনা যায়—
কোমলতার অপরাধবোধ।

এ জগতে তুমি কেবলই নারী নয়,
তুমি এক অনন্ত স্রোত,
যার কিনারায় বসে পৃথিবী ভাবছে—
কীভাবে এতটা সৌন্দর্যকে ব্যর্থ করেছে সে।

অমৃতধারা - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য