শুভ জন্মদিন মুসা আকন্দ,
তোমার কন্ঠে স্বাধীনতার বন্ধন বাঁধতে থাকুক।
প্রতিধ্বনিত হোক সাম্যের গান, সব জনের মনে,
চিরঞ্জিব হোক তোমার সেই উৎসাহ ও প্রাণ।
শুভ জন্মদিন সুন্দর কন্ঠের অধিকারী মুসা,
তোমার গানে জাগুক সবার মনের জ্যোৎস্না ।
ভবিষ্যতে হোক তোমার পথে শুধু আলো,
অবিরাম হোক তোমার প্রগতির ধারা।
মুসা আকন্দ - কাব্য কথায় কবি মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য