মুগ্ধতা যেন বিভ্রম,
অথবা স্বপ্নের মায়াজাল,
ক্ষণিকের মোহ,
পরে যাই যেন ভুলে।
মুগ্ধতা যেন সুখের ছোঁয়া,
হৃদয় জুড়ে দেয় আনন্দ,
কিন্তু সে আনন্দ সত্যি নাকি মিথ্যা,
তা জানি না আমি।
মুগ্ধতা যেন প্রেমের আগুন,
আগুনের তাপে হৃদয় পুড়ে যায়,
কিন্তু সেই আগুন কতদিন জ্বলবে,
তা জানি না আমি।
মুগ্ধতা যেন জীবনের ছন্দ,
ছন্দে চলে জীবনের গতি,
কিন্তু সেই ছন্দ কতদিন চলবে,
তা জানি না আমি।
মুগ্ধতা যেন জীবনের সত্য,
সত্যের আলোয় আলোকিত হয় জীবন,
কিন্তু সেই সত্য কতদিন থাকবে,
তা জানি না আমি।
মুগ্ধতা নিয়ে ভাবছি,
মুগ্ধতা কি সত্যি নাকি মিথ্যা,
তার উত্তর খুঁজে পাচ্ছি না,
মুগ্ধতা যেন বিভ্রম ।
মুগ্ধতা যেন বিভ্রম - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য