তুই মোর ছাওয়াক চাকরি না দিবু না দে
কিন্তু মারলু ক্যানে।
মোর বুকের ধন, মোর সন্তানের প্রাণ,
তুই নিলি কেন, কিসের অভিমান?
চাকরি না দে, তা তুই পারিস,
কিন্তু কেন মোর ঘর করলি নিরাশ?
তার হাসিমুখ, তার স্বপ্নগুলা,
সব নিভে গেল তোর বুলেটের গুলা।
মায়ের হৃদয়, দুঃখের সাগর,
তুই বুঝবি না তোর অমানুষ আচর।
চাকরি না দে, এ জগৎ আছে,
কিন্তু কেন মোর সন্তানের জীবন নাচে?
শহিদ রক্তে ভেজা এ মাটির ঘ্রাণ,
তুই বুঝবি না মায়ের প্রাণের টান।
তুই মোর ছাওয়াক চাকরি না দিবু না দে
কিন্তু মারলু ক্যানে, এই প্রশ্ন রে?
মায়ের আর্তি -মোহাম্মদ শেখ শাহিনুর রহমান ।
#কাব্য
#SaveBangladeshiStudents
#QuotaReformProtest
#quotamovement