মাতৃভূমি, তোর মাটিতে জন্মেছি আমি,
তোর আলো-হাওয়ায় বেড়ে উঠেছি, সুনামি।
তুই আমার দেহের রক্তে মিশে থাকা গন্ধ,
তুই-ই আমার প্রথম ও শেষ সন্ধ।

যখন শত্রুরা আসবে তোর কোলে আগুন জ্বালাতে,
আমার শিরা-উপশিরা জ্বলে উঠবে শপথে।
তোর স্বাধীনতার দাম দিতে,
আমার প্রাণ উচ্ছ্বাসে নাচবে, সে ঘামে।

মৃত্যু আমার কাছে তুচ্ছ এক মুহূর্ত,
যদি তা হয় তোর জন্য শেষ প্রহর।
তুই-ই আমার স্বপ্ন, তুই-ই আমার ধ্রুবতারা,
তুই ছাড়া আমি শূন্য, অনন্ত আঁধার।

তোর বুকেই ফোটে ভালোবাসার ফুল,
তুই-ই আমার জীবন, তুই-ই আমার মূল।
তোর জন্য হাসি, তোর জন্য কান্না,
তোর মায়ায় আমি অমর, নিখুঁত যাত্রা।

তাই বলি, মাতৃভূমি অথবা মৃত্যু,
তোর গানে বাঁচি, তোর শোকে ঝরি,
তুই-ই আমার প্রাণ, তুই-ই আমার ধরণি।


মাতৃভূমি অথবা মৃত্যু - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য