প্রবাসের আকাশে যখন চাঁদ ওঠে,
তোমার মুখ মনে পড়ে, মা।
শীতল সেই স্পর্শ,
তোমার মমতার হাত,
এই দূরদেশে কোথাও নেই।
ভোরের আলোয় তোমার ডাকে জাগতাম,
এখন নিঃশব্দ প্রহর আমাকে জাগায়।
তোমার রান্নার গন্ধ,
তোমার কণ্ঠের সুর—
সব যেন হারিয়ে গেছে সময়ের ধোঁয়ায়।
এখানে দিন যায় টাকার পেছনে,
কিন্তু সুখের পিছুটান নেই।
তোমার আঁচলের নিচে যে শান্তি,
তা কোন মুদ্রায় কেনা যায় না।
মা, তোমার কাছে ফিরতে ইচ্ছে করে,
ছোট্ট সেই উঠোনে,
তোমার ভালোবাসার ছায়ায়।
এই যান্ত্রিক জীবনে হারিয়ে গিয়ে,
তোমাকে মিস করি প্রতিটি নিশ্বাসে।
তুমি জানো মা,
প্রতিদিন তোমার ছবি দেখে,
এক ফোঁটা জল মুছে ফেলি।
তোমার গলায় জড়িয়ে বলতে ইচ্ছে করে—
“মা, আর প্রবাস নয়, এবার শুধু তোমার কোলে।”
তোমার ছেলে এই দূরদেশে একা,
তোমার মায়ায় বাঁধা,
প্রতিটা মুহূর্তে কেবল তোমায় মিস করি, মা।
মা ফিরতে ইচ্ছে করে - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য