বিষাদের সিন্ধু পাড়ে
মরে গেলেই ভালো হবে,

আর পারছি না সইতে জ্বালা
একাকীত্ব, অবহেলা।

ঘুচবে এবার ঘুচবে সবই
আকাশ সম মন খারাপ,
কিংবা শরীরের তাপ।

বিষাদের সিন্ধু পাড়ে
মা তোমার কথা বড্ড মনে পড়ে।

কি করব ভেবেই পাই না
মরতে গিয়ে আর ফিরব না।

মরা - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য