আজ বিজয় দিবস,
বাঙালির মহা উৎসব।
রক্তে লেখা ইতিহাস,
স্বাধীনতার অমর সূর্য।

লাল সবুজের পতাকা,
উড়ছে উল্লাসে।
শহীদদের স্মৃতি,
মন্দিরে মসজিদে।

বীর মুক্তিযোদ্ধারা,
দিলেন বুকের তাজা রক্ত।
বাংলার মাটিতে,
গাড়লেন স্বাধীনতার সূর্য।

আজ বিজয় দিবস,
বাঙালির দিন।
স্বাধীন দেশের মাঝে,
চলছে উৎসবের দিন।

**মহান বিজয় দিবসের শুভেচ্ছা**

বাংলাদেশের সকল নাগরিককে,
মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
এই দিনটিতে,
আসুন আমরা সবাই,
শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই।

তাদের আত্মত্যাগের বিনিময়ে,
আমরা পেয়েছি স্বাধীনতা।
এই স্বাধীনতাকে,
আসুন আমরা রক্ষা করি।


মহান বিজয় দিবস - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য