নতুন একটা মহাকাব্য লেখার চেষ্টায়
কত যে দিন রাত এক করে দিয়েছি
তবুও কাব্য লেখা হচ্ছে না।
মনের নদীতটে প্রেম তরঙ্গের জোয়ার নেই
কোনো মায়াবতী কে দেখে এখন আর মায়া হয় না।
মনে হয় না ভালো বাসতে হবে আমার।
এই যে বছরের পর বছর গেলো
হলো নতুন দিনের সূচনা।
তবুও মনে আসলো না বিন্দুমাত্র প্রেম বিরহের লেশ।
আচ্ছা, প্রেম ছাড়া কি কবিতা হয়?
লেখা যায় মহাকাব্য!
যদি লেখা যায় তাহলে প্রেমহীন
গোটা প্রজন্ম কাটিয়ে দেবো,
লিখব হাজারো কবিতা, গান।
যদি বিরহ হীন লেখা যায় তবে -
হাজারো মহাকাব্যে লিখবো
প্রেম, বিরহ,ভালোবাসা কিছু নয়
আমিও পেরেছি থাকতে,
লিখেছি ইচ্ছে মহাকাব্য,
লিখেছি মনের যত অব্যয়।
মহাকাব্য লেখার চেষ্টা - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য