মৃত্যুর হাতছানি, আধার রাতের বন্দিনী,
বন্ধ করেছো মোরে ডানা জাপটাই হৃদয়।
শীতল নিঃশ্বাসে ভরে আসে অন্ধকার,
কালো আকাশে চাঁদের আলো হারায় তারা।
কোথায় যেতে হবে, জানি না পথ কোনো,
হতাশার মাঝে ডুবে যায় সকল আশা।
ভয়ের আঁধারে ঘিরে ধরেছে আমায়,
কোনো আলো নেই, কোনো আশা নেই।
হৃদয় কাঁপে, বুকে বাজে বেদনার তান,
কীভাবে মুক্তি পাব, জানি না কোনো উপায়।
মৃত্যুর হাতছানি ক্রমশ কাছে আসে,
চোখের সামনে ভেসে ওঠে স্মৃতির ছায়া।
সবকিছু ছেড়ে চলে যেতে হবে,
একাকী ভ্রমণ অজানা পথে।
কিন্তু ভয় পাব না, হতাশ হব না,
সাহস নিয়ে মুখোমুখি হব মৃত্যুর।
কারণ জানি, মৃত্যু শেষ নয়, নতুন শুরু,
অন্য জীবনে পাব নতুন আশা, নতুন সুখ।
মৃত্যুর হাতছানি - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য