মৃত্যু অথবা তুমি—  
দু'টোই রহস্যময়,  
একটির পাশে ছায়া,  
অন্যটির পাশে আলো।

মৃত্যু আসে নিঃশব্দে,  
বয়ে আনে শীতল বাতাস,  
তবুও তার ভেতরে লুকিয়ে থাকে,  
অজানা এক শান্তির আভাস।

তুমি এসো প্রাণের স্পন্দন হয়ে,  
ভালোবাসার উষ্ণতা নিয়ে,  
তবু একদিন হয়তো তুমি হবে দূর,  
আর মৃত্যুই হবে অবশিষ্ট সঙ্গী আমার।

মৃত্যু অথবা তুমি—  
বেঁচে থাকার দ্বিধা,  
তোমার চেয়ে আর কে পারে,  
আমার মনে জাগাতে এমন প্রশ্ন!
তবুও আমি এগিয়ে যাই,  
তোমার হাত ধরে,  
মৃত্যু হয়তো অপেক্ষা করছে,  
তোমার ঠিক পরেই,  
তোমার শেষে।

মৃত্যু অথবা তুমি —মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য