মায়াবতী নীলাঞ্জনা,
তুমি ওই দুর আকাশের তারা,
তোমার প্রনয়ে আমি মাতোয়ারা।
তোমার চোখের দীপ্তিতে জ্বলে মায়ার আলো,
তোমার হাসিতে ফোটে স্বপ্নের বীজালো।
তোমার স্পর্শে ছুঁয়ে যায় মনটা আমার,
তোমার কথায় ভরে ওঠে বুকের ভাণ্ডার।
তুমি আমার স্বপ্নের রাজকন্যা,
তুমি আমার হৃদয়ের জ্যোতিষ্কমণি।
তোমার জন্য আমি ছেড়ে দিই পৃথিবীর সব,
তোমার সাথে পেতে চাই শুধু অমরত্বের রব।
মায়াবতী নীলাঞ্জনা, তুমি আমার প্রিয়তমা,
তোমারই জন্য আমার জীবনের প্রতিটি ক্ষণ হল মধুর।
মায়াবতী নীলাঞ্জনা - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য