এ কেমন বিষণ্ণতা;
তুমি ছাড়া শূন্যতা,
মনে মনে হয় কতো কথা..
তবুও যেনো নিরবতা!

এত কেন রাগ জমিয়ে?
অভিমানে থেকো না দূরে,
চেয়ে দেখো পেছনে ফিরে
আছি আমি দাঁড়িয়ে।

তোমার প্রিয় সাজে সজ্জিত
এক পলকে আছি তাকিয়ে,
ডাকছি দেখো ভালোবেসে
কাছে এসে নাও জড়িয়ে।

মায়াবী অনুভূতি - কাব্য কথায় কবি মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য