তোমার যেই ঠোঁটে চুমু খেয়েছিল
উদ্দাম পরায়ণ প্রেমিক,
সেই ঠোঁটে ফুটুক গোলাপ,
হোক সুখের আলোয় ঝলমল।

তোমাকে জড়িয়ে রাখা প্রতিটি মুহূর্ত
হোক অম্লান,
হোক প্রেমের অমৃত পান,
হোক অনন্ত সুখের আশ্রয়।

তোমার চোখে ভেসে উঠুক
ভালোবাসার সুর,
হোক মনের আকাশে
সুখের রঙিন দোলা।

তোমার হাসিতে মিশে যাক
আমার সকল দুঃখ,
হোক জীবন এক সুন্দর
সুখের কবিতা।

তোমার সাথে হোক
জীবনের প্রতিটি পথ,
হোক আমাদের বন্ধন
অটুট, অনন্ত, অক্ষয়।

তোমার ঠোঁটে গোলাপ ফুটুক - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
#কাব্য