শেষ হোক জীবনের সব লেনদেন,
শব্দহীন হোক হৃদয়ের বাঁধন,
বেদনায় ভাসা এই ক্লান্ত পথিক,
চাই শুধু মুক্তির স্পন্দন।
ঋণ আর দায়ের বোঝা টেনে,
বয়ে চলেছি দিনের পর দিন,
আকাশের তারা ডেকে বলে—
“থামো, এবার হও রঙহীন!”
আমি মুক্তি চাই, মুক্তি চাই,
সংকীর্ণ গলির দমবন্ধ আঁধার,
তপ্ত প্রান্তরে পথের ক্লান্তি,
সব ফেলে রেখে যাই এবার।
যদি বয়ে চলে ঝড়ের সুর,
যদি আসে সন্ধ্যার পরকাল,
আমি তবু হাসব বিদায় বেলা,
চাই না আর কোন হিসাবের তাল!
#কাব্য