শাহাদাত! জীবনের পূর্ণতা,
মুমিনের হৃদয়ে আকাশের ব্যাকুলতা।
জীবন থেকে মৃত্যুর সীমারেখায়,
স্নিগ্ধ আলোয় মিশে যায় চিরসত্যায়।

শাহাদাত! সারাজীবনের অপেক্ষা,
মুহূর্তের মাঝে গড়ে চিরস্থায়ী দেখা।
ধূলির ধরণি ছেড়ে স্বর্গের পথে,
মুমিনের স্বপ্ন লেখা স্বচ্ছ নক্ষত্রপটে।

শাহাদাত! মুমিনের কামনা সারাজীবন,
যেথা মিলন হয় পরম করুণাময় স্রষ্টার সঙ্গ।
এ এক ত্যাগ, এ এক ভালোবাসার গল্প,
যেখানে মিশে যায় দেহ ও আত্মার সমর্পণ।

শাহাদাত! জীবন থেকে চিরন্তন পথে,
অজানা গন্তব্যে, স্রষ্টার কৃপা প্রাপ্তির রথে।
সকল দুঃখ, সকল ব্যথার অপসারণ,
শাহাদাতেই তো লুকায়িত জীবনের জয়গান।

শাহাদাত - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য