মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ
তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ।
তোমার চোখে জ্বলুক শপথের আলো,
আমার কণ্ঠে বাজুক বিপ্লবের ঢেউ।
একসাথে চলি আমরা, ধরো হাতে হাত,
তুমি আমি মিলে গড়ি, নতুন দিনের প্রভাত।
তোমার প্রেমে উজ্জীবিত, আমার দেহ-মন,
স্বপ্নে রাঙাই পৃথিবী, বদলে যাক গমন।
ব্যারিকেডে থেকো তুমি, আমি পথে পথে,
মিছিলের প্রতিটি ধ্বনি, জাগ্রত থাক বেঁচে।
মিছিলে প্রেম খুঁজে পাবে, বিদ্রোহেও শান্তি,
আমরা মিলে গড়ব, সত্য আর মানবতা।
প্রেম ও বিদ্রোহের মিছিল - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য