পারো যদি কুড়িয়ে নিয়ো
সততার সকল কুঁড়ি,
সেই সৌরভে ভরে যাবে;
মানবতার মনো বাড়ি।

পারো যদি চেষ্টা করো
ভক্ত হতে মানবতার,
অর্থ, বিত্তের সাফল্যতে
হয় কি মানুষ অবতার?

মানবতা - কাব্য কথায় কবি মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য