আমাকে মনে রাইখেন, ভূলে যায়েন না,
মনের কোণে আমি থাকব, চিরকাল আপনার।
মেঘের ভেলায় যখন দূরে যাওয়া হবে,
সূর্যের আলোয় আমি তোমার কাছে আসব।
ঝড়ের গানে যখন পাতা নাচে,
তোমার মনে আমি হাসি হাসব।
রাতের আঁধারে, তারায় ভরা আকাশে,
তুমি আমায় দেখবে, নিঃশব্দ ভালোবাসার মেলায়।
আমাকে মনে রাইখেন, ভূলে যায়েন না,
জীবনের সব পথে আমি তোমার সাথে থাকব।
মনের স্মৃতি - কাব্য কথায় কবি মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য