লাবণ্য প্রভা, রূপালী ডাক্তার,
আপনি ডাক্তার হলেন না কেনো?
আপনি যখন হাসেন, জীবনে আসে নতুন বাতাস।
মনের ডাক্তার, প্রিয় লাবণ্য প্রভা!
আপনাকে দেখে আঁশে ফিরে আসে
শত-শত হৃদয় রোগী।
আপনার হাসি, আপনার ভাষা
সবাইকে করে তুলে ধরে।
লাবণ্য প্রভা, মনের ডাক্তার,
আপনার জন্যে হৃদয় জোড়ায়
ভালোবাসার কবিতা।
আপনি যখন কথা বলেন,
সৃষ্টির মধ্যে গান বাজে।
লাবণ্য প্রভা, জীবনের ডাক্তার,
আপনি কিছু অদ্ভুত ছোঁয়া ফেলে যান।
আপনি ডাক্তার হলেন না কেনো,
আপনি মানুষের মন বুঝেন।
লাবণ্য প্রভা, রূপালী ডাক্তার!
আপনার ছোঁয়া, আপনার প্রেম,
ভুবনে ছড়িয়ে দেয় শুধু
আনন্দ ও ভালোবাসা।
মনের ডাক্তার - কাব্য কথায় কবি মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য