বহুদিন পর মা এসেছে ঘরে,
মমতাময়ীর মুখের হাসি ঘরে আনলো ভরে।
সাথে আনলো মা আনারস, জাম্বুরা,
আমাদের আদর নিয়ে হাসির সাগরা।
আরও আনলো মা ডিম দুধ,
সেই জন্মের স্বাদ জেগে উঠে চেতনা মধু।
আনলো মায়ের আদর স্নেহ,
হৃদয়ে মায়াবী আঁধারে আলোর মেলা সেঁজে।
মায়ের কাছে ফিরে আসা,
বালকালের স্বপ্নের জলছবির আগের বাসা।
মা, তোমার আগমনে আজ ঘর জুড়ে,
বছর বহুর প্রতীক্ষা জুড়ে বেড়ে উঠে পুরো।
মা এলো - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
কাব্য কথায় কবি মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
#কাব্য