তথাকথিত শিক্ষাব্যবস্থা কে ধিক্কার,
শিশুর স্বপ্ন ভাঙে, শিক্ষকের হাতে।

শিক্ষালয়ের কোণে কোণে বাজে রাজ্যের গান
শিশুর চোখে ভয়, আর শিক্ষক যেন হায়েনা।

ধর্ষিত হচ্ছে আমাদের আশা, আমাদের স্বপ্ন,
পূর্বে বলা হতো, শিক্ষক পিতার সমান,
কিন্তু এই যে কাণ্ড, তাতে ভাবা যায় শিক্ষা মানে প্রতারণা।

প্রত্যেক সকালে খবর আসে পত্রিকায়,
কতশত ছাত্রীর দুঃখের গল্প লেখা,
অমুক ছাত্রীকে বলাৎকার করেছে শিক্ষক,
ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষক উধাও,
প্রতিটি খবর এক নতুন করে দেখায় শিক্ষার ক্ষয়।

শিক্ষার সর্বোচ্চ লক্ষ্য মানবতা শেখানো,
কিন্তু মানবতা কোথায় পাওয়া যাবে, আজ সবাই রয়েছে আতঙ্কে।
শিক্ষকের নামে এ কি অধ্যায় লেখা হচ্ছে,
শিশুকে শিক্ষিত নামের বিশ্বাস দিয়ে, তাকে ভেঙ্গে ফেলা হচ্ছে।

আশা করি পুনর্নির্মাণ হবে সে শিক্ষাব্যবস্থা,
যেখানে শিক্ষক হবে পিতা, ছাত্রী পাবে সম্মান,ভালোবাসা।

শিক্ষা ব্যবস্থার বেহাল দশা - কাব্য কথায় কবি মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য