আম্মা,
শত সহস্র ভাবনায় আগলে রাখো আমায়,
মাগো, তবুও সুখি করতে পারি না।
সেদিন শুনলাম আপনি অসুস্থ!
মাথায় আমার আসমান ভেঙে পড়ে।
সেই দুপুরের রোদ যেমন দগ্ধ করে,
আমার মনে তেমনি অশান্তি আর ভয়।
এই যে, আপনাকে বলি,
আমাদের কাছে চলে আসুন,
কিন্তু আপনি আসেন না।
সেদিন একটুর জন্য এসে
বললেন, ফ্ল্যাটে আপনার দম বন্ধ লাগে,
গ্রামে চলে যাবেন।
হৃদয়ে বিষণ্ণতা ঝরে পড়ে,
আপনার সঙ্গে থাকার আকুতি মনে জাগে।
আম্মা,
আপনার হাসি যেন সুর্যের আলো,
আমার জীবনে প্রহর গুনে।
আপনার স্নেহে ভরিয়ে দেবো
সেই শীতল ঝরনার মতো শান্তি।
তবে কেন আপনি দূরে?
আশেপাশে থাকলে তো
এই অভাগার কপালে
একটু যত্ন করার সুযোগ হয়।
আমি জানি,
আপনি দূর থেকে দেখেন,
আমার সফলতার পথে,
কিন্তু আমি জানি না,
কীভাবে বলব,
কীভাবে বুঝাবো আপনাকে,
আমার জীবনের সুখের সূত্র আপনি।
আম্মা,
আসুন, একদিন ফিরে,
শুধু এক মুহূর্তের জন্য,
আমার মাঝে আপনার উপস্থিতি
জাগিয়ে তুলবে সব আবেগ।
আপনার কাছে এলেই
বোধ হয়,
পৃথিবীর সব সমস্যার
উত্তর মিলবে।
এই যন্ত্রণায়,
এই বিচ্ছেদে,
আমার হৃদয়ের বেদনা,
আপনার হাতের স্পর্শে,
সব একত্রে মিলে যাবে।
আম্মা,
শত সহস্র ভাবনায়,
আপনি ফিরে আসুন,
আমি প্রতীক্ষা করছি,
শুধু আপনার জন্য।
মায়ের প্রতি আকুতি - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য