বিপ্লব, তুই জন্ম নে আগুনের কোল থেকে,
ধ্বংসের শিখা জ্বালিয়ে দে শোষকের অট্টালিকা!
যারা লুটেপুটে খেয়েছে এ মাটি,
তাদের ক্ষমতার মঞ্চ ভেঙে দে চুরমার!

দীর্ঘজীবী হও, হে বিদ্রোহের ঝড়!
তোর হাতুড়ির আঘাতে গুঁড়িয়ে দে—
বেইমান শাসকের সিংহাসন,
পিশাচদের রক্তে রাঙিয়ে দে রাজপথ!

বিপ্লব, তুই শুধু স্লোগানে নয়,
তুই হোক প্রতিটি রক্তকণা,
তুই জাগরণ, তুই বিদ্রোহের বীজ,
তুই সেই বজ্র, যা ভাঙবে শৃঙ্খল!

আর নয় চোখের জল, আর নয় মিনতি,
এবার শাসকের কণ্ঠনালী চেপে ধরো,
এই মাটির প্রতিটি গাছপালা সাক্ষী রাখো—
যে স্বাধীনতা বেইমানদের হাতে বন্দী,
তা ছিনিয়ে আনবে জনতার ঘাম-রক্ত!

বিপ্লব দীর্ঘজীবী হও!
তুই রাজপথ কাঁপিয়ে দে বজ্রকণ্ঠে,
তুই দাসত্বের শিকল ভেঙে দে—
তোর আগুন কখনো না নিভুক!