কল্পনায় গড়া এক রঙিন শহর,
স্বপ্নের বুকে বয়ে চলে অবিরল ঢল।
সবুজ ঘাসে খেলে শিশিরের হাসি,
আকাশ জুড়ে মেলে নীলের বাতাসি।
কিন্তু বাস্তবে?—ধুলোর গুঁড়ো উড়ে,
বাতাসে বিষ, চোখের জল ঝরে।
স্বপ্নের শহর হয় কেবলই মায়া,
হৃদয়ে জমে থাকে ব্যর্থতার ছায়া।
কল্পনায় জীবন রঙিন ক্যানভাস,
সুখের তুলিতে আঁকা শত আকাশ।
বাস্তবের পথ কণ্টকময়,
স্বপ্নগুলো হারায় ধূসর ধুলোয়।
তবু কি থামবে জীবন কখনো?
স্বপ্নের মায়ায় ভুলবে মানুষ বেঁচে?
ধুলো জমে থাক, তবু একদিন,
আলো আসবে নতুন রঙের টানে।