জীবন এক ক্ষুদ্র পাতা,
তবু এর কাজগুলো বিশাল।
শিকড়ের টানে দাঁড়িয়ে থাকে,
ঝড়-ঝাপটায়ও থাকে অবিচল।
একদিন হয়তো ঝরে যাবে,
হারাবে শাখার কাছ থেকে।
তবু ততদিন বয়ে নিয়ে চলে,
সময়ের গভীর ইতিহাস বুকে।
ক্ষুদ্র এই পাতার নিচে লুকায়,
সবুজের অজস্র স্বপ্ন।
সূর্যের আলো গায়ে মেখে,
বাঁচায় জীবন, রুখে দেয় অন্ধকার যত।
তেমনি আমাদের জীবনও,
ছোট হলেও দায়িত্ব ভারী।
প্রত্যেক মুহূর্তে বুনতে হয় বীজ,
ভবিষ্যৎ গড়ার জন্যে সারা পৃথিবী।
ক্ষুদ্র পাতা বলে অবহেলা করো না,
এর গল্পে লুকিয়ে আছে মহাকাব্য।
জীবনও এমন, ক্ষুদ্র হলেও—
তোমার প্রত্যেক কাজ হয়ে ওঠে দিশারী।
জীবন এক ক্ষুদ্র পাতা,
তবু এর কাজগুলো বিশাল।
শিকড়ের টানে দাঁড়িয়ে থাকে,
ঝড়-ঝাপটায়ও থাকে অবিচল।
একদিন হয়তো ঝরে যাবে,
হারাবে শাখার কাছ থেকে।
তবু ততদিন বয়ে নিয়ে চলে,
সময়ের গভীর ইতিহাস বুকে।
ক্ষুদ্র এই পাতার নিচে লুকায়,
সবুজের অজস্র স্বপ্ন।
সূর্যের আলো গায়ে মেখে,
বাঁচায় জীবন, রুখে দেয় অন্ধকার যত।
তেমনি আমাদের জীবনও,
ছোট হলেও দায়িত্ব ভারী।
প্রত্যেক মুহূর্তে বুনতে হয় বীজ,
ভবিষ্যৎ গড়ার জন্যে সারা পৃথিবী।
ক্ষুদ্র পাতা বলে অবহেলা করো না,
এর গল্পে লুকিয়ে আছে মহাকাব্য।
জীবনও এমন, ক্ষুদ্র হলেও—
তোমার প্রত্যেক কাজ হয়ে ওঠে দিশারী।
জীবন এক ক্ষুদ্র পাতা - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য