তুমি যে-ই সমুদ্রের জন্য ছিন্ন করলে সব,
আমি সেই সমুদ্রে বিলিয়ে দিলাম প্রাণ।
প্রাণ হীন দেহ, শুধু এক মৃত্যুর চিহ্ন।
বলিতে পারে, এই প্রেমের বাসনা ব্যর্থ,
মাঝি কিন্তু নৌকা ছাড়ে গেছে নির্বাণ।
জীবনের এই মহাসাগরে আমার নাই কোনো ঠিকানা,
এখনো ছুটে চলেছি তোমার পেছনে, আমার প্রাণ।
চেষ্টা করেছি আমি, বেঁধে রাখতে তোমাকে,
কিন্তু তুমি এলে যায় যেমন ধারার মাঝে পান।
আমার অস্তিত্ব আজ হলো শুধু স্মৃতির পাতান,
তোমাকে খুঁজে বেড়াই আমি এই অসীম মহাসাগর প্রান্ত।
তুমি যে-ই সমুদ্রের জন্য ছিন্ন করলে সব,
আমি সেই সমুদ্রে বিলিয়ে দিলাম প্রাণ।
প্রাণ হীন দেহ, মোর এখন কিন্তু শুন্য।
শুন্য হলো সমুদ্র, হলো প্রেম, হলো আমার সৃষ্টি।
লাবণ্য প্রভা - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য