সোনালী বালির বিছানা,
নীল জলের সাগর,
কুয়াকাটার সৈকতে,
মন হারিয়ে যায়,
হাওয়ায় ভেসে বেড়ায়, স্বপ্নের নীড়ে।
দূরে দূরে দেখা যায়,
জাহাজের ছায়া,
সেগুলো যেন,
সমুদ্রের বুকে,
খেলা করে বেড়ায়।
সৈকতের ধারে,
নারকেল গাছের সারি,
তাদের পাতা থেকে,ঝরে পড়ে ছায়া,
যেন, কোন রহস্যময়, গান গায়।
সন্ধ্যাবেলায়,সূর্য যখন, অস্ত যায়,
সমুদ্রের বুকে, তখন, জ্বলে ওঠে,
লাল রঙের, আলোর ঝলকানি।
কুয়াকাটার সৈকতে,
প্রকৃতির অপার সৌন্দর্য,
মনকে করে, মুগ্ধ, এবং,
হৃদয়কে করে, পূর্ণ।
কুয়াকাটার সৈকতে - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য