হৃদয়ের কোণে কেমন এক অজানা আশা,
নয়নের জলে ভেসে বেড়ায় অশ্রুজলের ঝরা।
কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিষাদ তবুও,
সুখের মাঝেও মনে হয় কেমন এক অতৃপ্তি, কেমন এক শূন্যতা।

ভালো লাগে ডিঙ্গি নৌকায় চড়ে ভাসতে প্রজাপতি বুনোহাঁস,
ভালো লাগে দেখতে জানলার কোণে বসে উদাসী বিকেল দেখে।
ভালোবাসি একমনে কবিতা পড়তে,
তবুও কিছুই যেন ভালো লাগেনা, কেন উদাসী পথের মাঝে মন পড়ে থাকে?

যখন দেখি ওরা কাজ করে গ্রামে বন্দরে,
শুধুই ফসল ফলায় ঘাম ঝরায় মাঠে প্রান্তরে,
তখন ভালো লাগে না- লাগে না কোন কিছু,
হৃদয়ের কোণে জাগে অজানা এক বিষাদের স্পর্শ।

কোথায় রয়েছে ভাবি লুকিয়ে এই বিষাদের কারণ,
সুখের মাঝেও মনে কেন এই অশান্তির তুফান?
হয়তো জীবনের নিয়তিই এমন,
সুখের সাথে সাথে থাকবে মিশে কিছুটা দুঃখের বিষণ্ণতা।

তবুও হার মানব না, লড়াই চালিয়ে যাবো,
সুখের সন্ধানে ছুটে যাবো দিগন্তের ওপারে।
বিশ্বাস করি একদিন আসবে আলোর নতুন সূর্যোদয়,
হৃদয়ের আকাশে ফুটবে আনন্দের নবীন ফুল।


কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিষাদ তবুও! - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য