সবুজের মাঝে হলুদ ফুল,
হাসছে কত মনোহর,
আকাশে রোদের ঝিলিক,
পাখির গানে মনোহর।

ফুলের পাপড়ি কত মিষ্টি,
সুগন্ধে ভরা আকাশ,
মৌমাছি ঘুরে বেড়ায়,
ফুলের মধু খায় আস্বাদ।

কিন্তু একদিন ফুল ঝরে,
সবুজ পাতাও ম্লান,
জীবনের সুখ-দুঃখ,
এই তো তার প্রমাণ।

তবুও মন বলে,
আবার ফুল ফুটবে,
নতুন করে জীবন শুরু হবে,
সবুজ পাতাও হবে।

তাই বলো তারে,
আমিও ছিলাম সবুজের মাঝে হলুদ ফুল হয়ে,
হেসেছি, কেঁদেছি,
এই জীবনকে ভালোবেসে।

কবিতার ফুল - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য