কবিতা থেমে গেলো, লেখনি ভেঙে পড়ে,
কবি চলে গেলেন অনন্ত দূরে।
কল্পনার রঙিন আকাশে,
কালো মেঘের ঘনঘটা,
কবির স্পর্শে যে গান গাইতো,
সেই গান আজ থেমে গেছে,
শুধুই বেদনার কান্না।
অক্ষরে অক্ষরে ফুটে উঠতো,
মানুষের জীবনের গল্প,
আনন্দ, বেদনা, ভালোবাসা,
সবই ছিলো কবিতার মাঝে।
কবি চলে গেলেন,
কিন্তু কবিতা থেমে থাকবে না,
পাঠকের হৃদয়ে,
কবির কবিতা অমর হয়ে থাকবে।
কবিতার ভাষায়,
কবি চিরকাল বেঁচে থাকবেন,
তার কবিতা হয়ে,
মানুষের মনে জাগ্রত থাকবেন।