কবি তুমি বোকা!
সব বুঝো কুমারির প্রেম বুঝ না।
তুমি লিখেছো কবিতা,
সূর্য, চাঁদ, তারা, ফুল, পাখি,
প্রকৃতির রূপের বর্ণনা।
তুমি লিখেছো কবিতা,
প্রেম, ভালোবাসা, বিরহ,
মানুষের মনের ব্যথা।
কিন্তু তুমি লিখেছো না,
কুমারির প্রেম।
কুমারির প্রেম হলো,
এক অপার সৌন্দর্য।
কুমারির প্রেম হলো,
এক অপার রহস্য।
কুমারির প্রেম হলো,
এক অপার বেদনা।
কুমারির প্রেম হলো,
এক অপার আশা।
কবি তুমি বোকা!
সব বুঝো কুমারির প্রেম বুঝ না।
কবি তুমি বোকা! - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য