যে কাদা মাটি আষ্ঠে পিষ্টে জড়িয়ে আছে
আমার গায়ে তার এই দর্শন নিচ্ছি।
ধুলোয় মাখামাখি রুক্ষ চেহারা, ক্লান্ত দেহের ভার,
সেই পরিচিত ছবি, আজ কতই প্রিয়।

মাটির ঘর, টিনের চাল, ছোট্ট উঠোন,
সেখানে বসে মা, অপেক্ষায় দিন গোন।
দেখে ছেলেকে, চোখে জল, মুখে হাসি,
বুকে জড়িয়ে ধরে, ভালোবাসার বাঁধন আঁকি।

গ্রামের পথ, বন্ধুদের আড্ডা,
খেলার মাঠ, সবই যেন নতুন।
স্মৃতির পাতায়, ফিরে যাওয়া,
সেই সুখের দিন, আজও মনে পোড়া।

কবি বাড়িতে গেলো,
মনের মাটিতে, স্পর্শ পেলো।
যেখানে তার শেকড়,
সেখানেই তার মুক্তি, সেখানেই তার স্বাধীনতা।

কবি বাড়ি - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য