খোশ আমদেদ
মাহে রামজান,
আসছে তুমি নিয়ে আশীর্বাদ,
মুমিনের বুকে জাগিয়ে তুমি
ঈমানের নব উদ্দীপনা।

সেহরীর ডাক,
ভোরের আলো ফুটতে না ফুটতে,
ঘরে ঘরে জাগে আনন্দ,
আল্লাহর রহমতের বারি বর্ষণ।

রোজার পালন,
শরীর ও মনকে করে পবিত্র,
দান-খয়রাতে ভরে ওঠে,
মানুষের মন।

তারাবির নামাজ,
রাতের আঁধারে,
আলোকিত করে মুমিনের হৃদয়,
আল্লাহর কাছে প্রার্থনা।

লাইলাতুল কদর,
হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ,
এই রাতে কবুল হয়,
মানুষের সকল প্রার্থনা।

ঈদের দিন,
আনন্দে মুখরিত হয়,
মুমিনের ঘরবাড়ি,
সকলের জন্য থাকে,
ভালোবাসা ও আলিঙ্গন।

মাহে রামযান,
শুধু রোজা রাখাই নয়,
এটি সংযম, ধৈর্য্য,
এবং ত্যাগের মাস।
এই মাসে আল্লাহর কাছে,
করি আমরা প্রার্থনা,
বিশ্ব শান্তি ও,
মানুষের মঙ্গলের জন্য।
খোশ আমদেদ
মাহে রামযান।

খোশ আমদেদ- মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য