আবার স্বপ্নে হয়তো ফিরে আসবে সে
যাকে দেখেছিলাম স্বপ্নের মাঝে।
সুদূর লম্বা কেশ ওষ্ঠে অস্পষ্ট হাসি
চোখ যেন গভীর গিরিখাত।
বলল কবি মনে পড়ে? হারিয়ে যাওয়া স্মৃতি
যাকে হারিয়েছিলে কিঞ্চিৎ ভুলে।
মনে পড়ে বারবার সে রুদ্র অম্লান
হাতে চুড়ি কানের দুল খোঁপায় বেধেছিলে জবা ফুল।
খোঁপা - কাব্য কথায় কবি মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য