দুনিয়ায় সব রঙ ফিকে কন্যা বিদায় হলে,
কান্নায় ভাঙে বুক নিমজ্জিত হয় নিয়নের আলো।

পথের প্রদীপ্ত বাতাসে বাজে বাঁশীর সুর,
মন ছুঁয়ে যায় বিদায়ের দুঃখ-ভরা স্বর।

ফুলের মত চেয়ে ফিরে মাটির গর্ভ ধরে,
হৃদয়ে কয়ে হারিয়ে গেছে স্মৃতির স্পর্শ।

সূর্যের কিরণে হারানো শোক তারা,
সবুজের মেঘে মিশে গেছে স্বপ্নের অধরা।

দেওয়ালে ছাঁয়া ছুঁয়ে পড়ে মনের গভীরে,
আজও ভাসে তার মিষ্টি মুখের আবেগ।

বিদায়ের ঘড়ি আসে, সময়ের পাখি গায়,
হৃদয় কাঁপে ভীরু, নেই কারো জায়গা।

প্রেমের রঙ ছাড়িয়ে ছুঁয়ে যায় সব,
কন্যার বিদায় বুকে মোর সোনার ফাঁস।

কন্যা বিদায় - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য