শহরের অলিগলিতে
শহরের অলিগলিতে,
ধুলোবালি মাখা বাতাসে,
কেউ লিখে গেছে ভালোবাসার গান,
অজানা নামে, অজানা মুখে।

ইটের দেয়ালে,
জীর্ণ কাঠের খুঁটিতে,
ঝুলন্ত পোস্টারে,
অস্পষ্ট অক্ষরে লেখা,
"কেউ তো একজন ভালোবেসেছিল!!".

হাওয়া বয়ে নিয়ে যায়
সেই ভালোবাসার বার্তা,
কানে লাগে
অজানা এক সুর,
মনে হয়
হৃদয় ছুঁয়ে যায়
কোন অদৃশ্য আবেগ।

কোন মুখ, কোন চোখ, কোন হাসি,
কোন স্মৃতি, কোন স্বপ্ন,
সব অজানা,
তবুও মনে হয়
ভালোবাসাটা সত্যি।

শহরের অলিগলিতে
হারিয়ে যায় মানুষের ভিড়ে,
ভালোবাসার বার্তা
থাকে অমলিন,
সাক্ষী দেয়
অজানা এক প্রেমের।

কেউ তো একজন ভালোবেসেছিল - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য