আজ কামরুন্নাহারের বিয়ের খবর পেয়ে,
সকলে জমে উঠেছে, আনন্দে মুখ খুলে।
ঘরে ঘরে বাজে উল্লাসের ঢেকি,
জমি উঠেছে আনন্দে ছোট বড় সবাই।

বাতাসে ভরা পাখির কোলাহল,
উৎসবের বারণ, ঘোলা হল মাটি।
সাজে সজে হয়েছে কামরুন্নাহার,
চোখে আলো, মনে হাজার স্বপ্ন, জ্যোতি।

প্রভাতের রাজহংস দেয় শুভেচ্ছা,
বাতাসে ঝুমুর হয়ে উঠে আনন্দ।
দারুচিনির গন্ধে মিশে উঠে পাখির গান,
শুক্রবারে বিয়ে, সুখের বন্দনা।

ধুলোময় আকাশ নেচে আসে বাড়ি,
সাজে পাড়ি দেয় দেয়ালের মাঠি।
দূরের বন্ধু, আপন জন, সকলে হাজির,
হাতে হাত রেখে মিলন হবে আবার।

চেনা চেনা মুখ, আলোর ঝলমলে,
উড়ে যায় মন খুশির পাখিদালে।
সাজে গায়ে হলুদ আর আলতা,
বিয়ের আয়োজনে ভরা পড়ে পাটা।

কামরুন্নাহার তুমি হবে এখন স্বামীর,
পরিবার গড়বে নতুন ঠিকানায়।
হাসি হুমকি, আশা আঘাত সব নিয়ে,
নতুন জীবনে পা দাও তুমি।

সেই সুখের মুহূর্ত আজ প্রস্থিত হলো,
কামরুন্নাহারের বিয়ে সেই মুহূর্ত এলো।
শুভ কামনা রাখি তোমার জন্য আমরা,
জীবন ভরে সুখ হোক তোমার বাড়ি।

কামরুন্নাহারের বিয়ে - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য