শখের পুরুষ হারানোর শোকে,
কাজল আকিনি কতো দিন।
দু:খের আবেগে নেমে এসে,
দেখি জীবনের বিন্যস্ত ।
মনের কোনায় জড়িয়ে দেই,
সেই শখের কিছু মিথ্যে কথন।
কাজল আকবো না কখনো,
আর মনে হারাবো না এ প্রতিধ্বনি।
তবে জানিও, তুমি আমার প্রিয়,
অসম্ভব ভালো লাগে তোমায়।
আবৃত্তির মাঝে তোমার কথা,
মনের মেঝে এক অনুপম স্মৃতিরায়।
উৎসর্গ - শার্মিলা আক্তার শিলা।
কাজল চোখের মেয়ে - কাব্য কথায় কবি মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য