পূর্ণিমা রাতের জ্যোৎস্নায়,
আকাশে চাঁদের মিষ্টি মায়া।
জলের উপরে চাঁদের আলো,
শোনা গেলে মনে হয় কোন ভালো।
প্রকৃতির শোভা জাগায় আজ,
চুপচুপ ভাবে মনের সাজ।
ঝোঁপে ঝোঁপে ঝিঁঝিঁ বাজে,
পূর্ণিমা রাতের মাঝে মাঝে।
জ্যোৎস্না রাতে বাতাসের সোনালি কনা,
গান গায় ফিরে আসে যে সে পুরানা।
আজকের সন্ধ্যা, স্মৃতির পাথরে,
জড়ানো আছে অমিত প্রেমের শরীরে।
সেই পূর্ণিমা রাত, জ্যোৎস্না রাতে,
চলে আসা একটি স্বপ্নের সাথে।
আকাশ, চাঁদ, রাত ও তুমি,
একসঙ্গে ভাসবে অনন্ত সুমি।
জ্যোৎস্না রাতে তুমি - কাব্য কথায় কবি মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য