তুমি এসো মাঘের শীতে
রোদ না উঠা দিনে।
কুয়াশা গ্রাস করা প্রতি ক্ষনে
তুমি এসো মনে।
যেথায় ফুটে সরষে ফুল,
শিশির ভেজা ঘাস।
এসো সেথায় আলতো চরনে
প্রকৃতি ও আমায় ভালোবেসে।
তুমি এসো মাঘের শীতে
রোদ না উঠা দিনে।
সবাই যদি ছেড়ে যায় আমায়
তুমি যেও না;
পরম সুখে জড়িয়ে নিও বুকে।
জড়িয়ে নিও বুকে - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য