নৌকা ভেড়ে না আর
আজ সুন্দরপুর কেয়া ঘাটে,
পারাপার হয় না কেহ
আজি এই ঘাটে।

ঘাট খানি আজও আছে
দু'টো ডেঙ্গি নৌকো,
মেছোর ঠাক জাল-
দু'ধারে রয়েছে তার অশরথ গাছ।

কতো পথিক পারি দিলো
বটবৃক্ষকের তলে বসে-
নিলো বিশ্রাম।

কেয়া ঘাট খানি বহু যুগ আগে
কোলাহল ছিলো হেথা
দিনে আর রাতে।
আজ নীরবে সে যেন
রয়েছে যে একা।

কতোপক্ষে জলে ছড়িয়ে কিরণ
ঐ চাঁদ আজও ওঠে,
আজ নেই কলরব,
জনহীন এই সুন্দরপুর খেয়া ঘটে।।

জনহীন সুন্দরপুর খেয়া ঘাট - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য