কিছুই জানতাম না,
শুধু নিঃশব্দে ভাসছিলাম,
শূন্যতার সাথে।
জন্মের স্পর্শে,
মুখ খুলে কাঁদতে শিখলাম,
দুঃখের সাথে পরিচয় হল,
বিষাদের বীজ বপন হল।
মায়ের কোলে আশ্রয় পেলেও,
বুকে জ্বলে আগুন,
কেন এলাম এই পৃথিবীতে,
কেন এত কষ্টের খেলা?
বড় হতে হতে দেখলাম,
অন্যায়, অত্যাচার,
লোভ, ঈর্ষা, ঘৃণার খেলা,
মানুষের পাপাচার।
হৃদয় ভেঙে গেল বারবার,
চোখে জমে এল অশ্রু,
না জন্মিলে কীভাবে বুঝতাম,
জন্মে এত বিষাদ।
তবুও কিছু আশা আছে,
কিছু ভালোবাসা আছে,
স্নেহ, দয়া, মমতা আছে,
যা জীবনকে করে সুন্দর।
এই সুন্দরের জন্যই,
সব দুঃখ সহ্য করা যায়,
এই সুন্দরের জন্যই,
জীবন হয় সুন্দর ।
জন্মের অন্ধকারে যত পাপ - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য