যদি জানো আমি নেই,
খুঁজে নাও আমায়,
বিস্তীর্ণ মাঠে, খোলা জানালায়,
এক ফালি চাঁদে।
হারিয়ে যাবো বাতাসের সাথে,
মিশে যাবো মেঘের সাথে,
তবুও থাকবো তোমার কাছে,
তোমারই হৃদয়ে।
সূর্যের আলোয়,
চাঁদের আভায়,
ফুলের সৌন্দর্যে,
পাখির কলরবে।
শুধু তুমি যদি শুনতে চাও,
হৃদয় কান পেতে থাকো,
আমি তোমারই কাছে থাকবো,
চিরকাল ধরে।
যদি জানো আমি নেই - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য